সপ্তাহের প্রথম দিনে ফের মহার্ঘ্য সোনা-রুপো। এদিন ২২ ক্যারেট গয়না সোনার দাম বেড়েছে ২০০ টাকা। ফলে ১০ গ্রাম ২২ ক্যারেট গয়না সোনার নতুন দর হয়েছে ৬৬ হাজার ৫০ টাকা।
অন্যদিকে, সোমবার ২৪ ক্যারেট পাকা সোনার দামও বেড়ে গিয়েছে। এদিন ১০ গ্রাম ২৪ ক্যারেটের নতুন দাম যাচ্ছে ৭২ হাজার ৫০ টাকা। বেড়েছে ১৮ ক্যারেট সোনার দরও। ১০ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম ১৬০ টাকা বেড়ে নতুন দর হয়েছে ৫৪ হাজার ৪০ টাকা।
আরও পড়ুন - সপ্তাহের শেষ দিন সাময়িক স্বস্তি, রবিবার সোনা-রুপোর দামে নড়চড় নেই
সোমবার রুপোর দামেও বদল এসেছে। বিয়ের মরশুমে ১ কেজি রুপোর দাম বেড়েছে ১ হাজার টাকা। ফলে কেজি প্রতি রুপোর নতুন দাম হয়েছে ৮৪ হাজার টাকা।