বুধবার সোনার দামে সামান্য পতন | এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট গহনার সোনার দাম কমেছে মাত্র ১০ টাকা| অর্থাৎ এই পরিমাণ সোনার নতুন দাম ৬৬,১৯০ টাকা |
এদিকে ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ও কমেছে মাত্র ১০ টাকা, অর্থাৎ এই পরিমাণ সোনার নতুন দাম যাচ্ছে ৭২,২১০ টাকা|
কেজিতে ৫০০ টাকা কমেছে রুপোর দাম | বুধবার ১ কেজি রুপোর বাটের দাম যাচ্ছে ৯১,০০০ টাকা |