বুধবার সোনায় সোহাগা। এদিন নতুন করে বাড়া কমা নেই সোনার দামে। এদিন সোনার দাম অপরিবর্তিত রয়েছে। এদিন, ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৬৬,৩৫০ টাকা।
২৪ ক্যারেট পাকা সোনার দামেও কোনও নড়চড় নেই। ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম যাচ্ছে ৭২,৩৮০ টাকা। অর্থাৎ আজ কিন্তু সোনা কেনার মোক্ষম দিন।
এদিকে রুপোর দাম বেড়েছে। কেজিতে ৫০০ টাকা বেড়েছে রুপোর দাম। আজ ১ কেজি রুপোর বাটের দাম ৯১,৫০০ টাকা।