ক্রেতাদের স্বস্তি দিয়ে অবশেষে খানিকটা কমল সোনার দাম। স্বস্তি দিচ্ছে রুপোর বাজার দরও। সোমবার প্রতি ১০০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ১,৫০০ টাকা। প্রতি ১০০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ১,৭০০ টাকা। অন্যদিকে, প্রতি কেজি প্রতি রুপোর দাম কমেছে ২০০ টাকা।
সোমবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম যাচ্ছে ৫৫,৭০০ টাকা। পাশাপাশি, ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম যাচ্ছে ৬০,৭৬০ টাকা। সোমবার রুপোর দাম কমে কেজি প্রতি রুপোর নতুন বাজার দর ৭৬,০০০ টাকা।
বৈশাখ মাস মানেই বিয়ের মরশুম। ফলে সোনার বাজার দরে ওঠাপড়া লেগেই রয়েছে। চলতি সপ্তাহে পরপর দুদিন দাম বাড়ার পর বৃহস্পতিবার অপরিবর্তিত ছিল সোনার দাম। শুক্রবার বেশ কিছুটা দাম কমে সোনার। তারপর ফের সোমবার সোনার দাম বেশ কিছুটা কমায় থাকায় খানিকটা স্বস্তিতে ক্রেতারা।