দেশজুড়ে চলছে বিয়ের মরশুম (Wedding Season)। ফলে স্বাভাবিকভাবেই বেড়েছে সোনা (Gold) গয়নার বিক্রিও। আর এর মাঝেই সোনার দামের উত্থান-পতন জারি রয়েছে। চলতি সপ্তাহের দ্বিতীয় দিনেই ফের কমলো সোনার দাম(Gold Price on 29th November)। তবে হলুদ ধাতুর দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রূপোর দাম।
মঙ্গলবার ১ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম(Gold Price Dropped) হয়েছে ৪ হাজার ৮৪৬ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম ৪৮ হাজার ৪৬০ টাকা। ১ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৫ হাজার ২৮৮ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম (Gold Price Dropped) ৫২ হাজার ৮৮০ টাকা। ১ কেজি রুপোর বাটের দাম হয়েছে ৬১ হাজার ৪০০ টাকা।
আরও পড়ুন- Woman's Body Found In Puri: পুরীর সৈকতে তরুণীর অর্ধনগ্ন দেহ, ধর্ষণ করে খুনের অভিযোগ পরিবারের
সোনার দাম (Gold Price Today) কিছুটা কমায় মুখে হাসি ফুটেছে মধ্যবিত্ত ক্রেতাদের। যাদের এই মুহূর্তে সোনা কেনার তেমন কোনও প্ল্যান নেই, তারাও চাইলে একবার ঢুঁ মারতেই পারেন বিভিন্ন দোকানে।