কিছুতেই স্বস্তি দিচ্ছে না সোনার দাম (Gold Price)। শুক্রবার এক লাফে বেশ কিছুটা সোনার দাম কমলেও শনিবার বাজার খুলতেই মাথায় হাত ক্রেতাদের। ফের বাড়ল সোনার বাজার দর। যদিও স্বস্তি দিচ্ছে রুপোর দর (Silver Price)।
শনিবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ২০০ টাকা। ফলে ২২ ক্যারেট ১০ গ্রাম হলমার্ক সোনার দাম যাচ্ছে ৫২,৬০০ টাকা। অন্যদিকে ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ২২০ টাকা। এদিন ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার নতুন দাম বেড়ে দাঁড়িয়েছে ৫৭,৩৮০ টাকা।
আরও পড়ুন- পেটিএমের সঙ্গে ব্লক ডিল, সব শেয়ার বিক্রি করে ভারতকে বিদায় আলিবাবার
তবে সোনার দাম আগুন হলেও রুপোয় খানিক স্বস্তি । এদিন কেজি প্রতি রুপোর দাম কমেছে ৩০০ টাকা। ফলে ১ কেজি রুপোর বাটের দাম যাচ্ছে ৭০,৫০০ টাকা। কিন্তু বিয়ের মরশুমে ফের সোনার দাম বাড়ার ফলে চিন্তায় মধ্যবিত্তরা।