ফের বাড়ল সোনার দাম। পর পর তিনদিন দাম কমার পর শুক্রবার ফের লাফিয়ে দাম বাড়ল সোনার। এদিন বাজার খুলতেই ১০ গ্রাম ২২ ক্যারেট গহনার সোনার দাম বেড়েছে ৫০০ টাকা এবং ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ৫৪০ টাকা। যদিও সোনার দাম বাড়লেও স্বস্তি দিচ্ছে কিলো প্রতি রুপোর (Silver Price) দাম। শুক্রবার ১ কেজি রুপোর বাটের দাম কমেছে ২০০ টাকা।
শুক্রবার কলকাতার বাজারে ২২ ক্যারেট ১ গ্রাম গহনার সোনার দাম রয়েছে ৫,১৪০ টাকা, এবং ১০ গ্রামের দাম ৫১,৪০০ টাকা। অন্যদিকে ২৪ ক্যারেট ১ গ্রাম পাকা সোনার (Gold) দাম ৫,৬০৭ টাকা। ২৪ ক্যারেট ১০ গ্রাম পাকা সোনার দাম যাচ্ছে ৫৬,০৭০ টাকা। ১ কেজি রুপোর (Silver) বাটের দাম কমে হয়েছে ৬৫ হাজার ২৫০ টাকা।
আরও পড়ুন - ফের কর্মী ছাঁটাই মেটায়, এবার চাকরি যাচ্ছে ১০০০ জনের