সোমবারের পর ফের উর্দ্ধমুখী হলুদ ধাতুর দাম। বুধবারও গ্রামে ১০ টাকা বেড়েছে সোনার দাম। তবে সোনার দাম বাড়ার পাশাপাশি দাম বেড়েছে রূপোরও। বুধবার গ্রামে ২০ টাকা দামি হয়েছে রুপো।
গুড রিটার্নসের আপডেট অনুযায়ী, বুধবার ১ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার(Gold Price Hike Again) দাম রয়েছে ৫ হাজার ২৭৫ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম ৫২ হাজার ৭৫০ টাকা। ১ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৫ হাজার ৭৫৫ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৫৭ হাজার ৫৫০ টাকা। ১ কেজি রুপোর(Silver Price Dropped) দাম রয়েছে ৭১ হাজার ৪০০ টাকা।
আরও পড়ুন- Sidharh-Alia-Kiara: বলিউডে সিদ্ধার্থ মালহোত্রার প্রথম প্রেম আলিয়া, বিয়েও করলেন আলিয়াকেই
বাজেটে(Union Budget 2023) সোনার দাম বাড়ার ঘোষণার পর থেকেই লাফিয়ে লাফিয়ে বেড়েছে হলুদ ধাতুর দাম। সপ্তাহান্তে দু'দিন দাম না বাড়লেও ফের উর্ধ্বমুখী সোনার দাম।