সপ্তাহের শেষ দিনে আরও দাম বাড়ল সোনার। রবিবার বাজার খুলতেই মাথায় হাত ক্রেতাদের। এই নিয়ে পরপর দু'দিন দাম বাড়ল সোনার।
রবিবার ১০ গ্রাম ২২ ক্যারেট গহনার সোনার দাম বেড়েছে ১০ টাকা। তবে, অপরিবর্তিত রয়েছে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম। স্বস্তি দিচ্ছে কেজি প্রতি রুপোর দাম।
রবিবার কলকাতার বাজারে ২২ ক্যারেট ১ গ্রাম গহনার সোনার দাম রয়েছে ৫,২১৬ টাকা, এবং ১০ গ্রামের দাম ৫২,১৬০ টাকা।
আরও পড়ুন - ডিম্যাট অ্যাকাউন্টের জন্য নমিনির নাম নথিভুক্ত করার শেষ তারিখ ৩১ মার্চ, জানিয়ে দিল সেবি
অন্যদিকে, ২৪ ক্যারেট ১ গ্রাম পাকা সোনার (Gold) অপরিবর্তিত দাম ৫,৬৪৯ টাকা। ২৪ ক্যারেট ১০ গ্রাম পাকা সোনার দাম যাচ্ছে ৫৬,৮৯০ টাকা। ১ কেজি রুপোর (Silver) বাটের দাম ৬৫ হাজার ৭০০ টাকা।