পর পর কয়েকদিন দাম কমার পর ফের লাফিয়ে বাড়ল সোনার দর (Gold Price)। শনিবার বাজার খুলতেই মাথায় হাত ক্রেতাদের। ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে (Gold Price Hike) ৪০০ টাকা। ৪৪০ টাকা দাম বেড়েছে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার। যদিও অপরিবর্তিত রয়েছে রুপোর দাম (Silver Price)।
শনিবার ২২ ক্যারেট হলমার্ক সোনার ১০ গ্রামের দাম যাচ্ছে, ৫২,২০০ টাকা। অন্যদিকে ২৪ ক্যারেট ১০ গ্রাম পাকা সোনার দাম যাচ্ছে ৫৬,৯৫০ টাকা। ১ কেজি রুপোর বাটের নতুন বাজার দর ৬৮,৬০০ টাকা।
আরও পড়ুন - ভারতের টুইটারের অফিসে তালা, ওয়ার্ক ফ্রম হোমের নির্দেশ মাস্কের
পরপর কয়েকদিন সোনার দাম কমে যাওয়ায় স্বাভাবিক ভাবেই স্বস্তি পেয়েছিল মধ্যবিত্ত। কিন্তু শনিবার বাজার খুলতেই সোনার দাম দেখে চিন্তায় ক্রেতাদের।