Gold Price in Kolkata: বাড়তে শুরু করেছে দাম, পরিকল্পনা করে এখনই সোনায় বিনিয়োগ করুন

Updated : Oct 08, 2023 13:15
|
Editorji News Desk

ধীরে ধীরে বাড়তে শুরু করেছে সোনার দাম। সেকারণে সোনা কেনার পরিকল্পনা থাকলে পুজোর আগেই তা সেরে নিতে পারেন। রবিবার  প্রতি গ্রামে সোনার দাম বেড়েছে ৮০ টাকা করে। অর্থাৎ প্রতি ১০ গ্রামে কলকাতায় সোনার দাম বেড়েছে ৮০০ টাকা। 

শনিবার ১০ গ্রাম পাকা সোনার বাটের দাম ছিল ৫৬ হাজার ৯৫০ টাকা। রবিবার সেই দাম বেড়ে হয়ছে ৫৭ হাজার ৭৫০ টাকা। পাশাপাশি শনিবারের তুলনায় হলমার্ক সোনার দাম ৫৪ হাজার ৪০০ টাকা থেকে বেড়ে হয়েছে ৫৫ হাজার ২০০ টাকা। সেকারণে গয়না হোক বা বিনিয়োগ, বিশেষজ্ঞদের মতে সোনা কেনার আদর্শ সময় এখনই। কারণ আগামী দিনে লাফিয়ে লাফিয়ে বাড়তে পারে সোনার দাম। 

সম্প্রতি সভেরেইন গোল্ড বন্ড ছেড়েছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অনেকেই ওই বন্ডের মাধ্যমে সোনা কিনেছেন। কিন্তু যাঁরা গোল্ড বন্ডের মাধ্যমে বিনিয়োগ করতে পারেননি তাঁরা পুজো আগেই সোনা কিনতে পারেন। প্রয়োজনে তাঁরা বিভিন্ন ওজনের সোনার বাট বা কয়েন কিনতে পারেন। সেক্ষেত্রে বিনিয়োগও যেমন হবে তেমন গয়না বানানোর খরচও বাঁচবে। 

Read More- স্বল্প বিনিয়োগে মোটা টাকা রিটার্ন চান? জেনে নিন কেন্দ্রীয় সরকারের এই স্কিম

সভেরেইন গোল্ড বন্ড কী? 
রিজার্ভ ব্যাঙ্কের তরফে প্রতি বছর চারবার করে সোনার বন্ড ছাড়া হয়। রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক ছাড়াও বিভিন্ন বেসরকারি ব্যাঙ্কের মাধ্যমে ওই বন্ড কেনা সম্ভব। প্রতি বছর নির্দিষ্ট সুদের পাশাপাশি বন্ড বিক্রির সময় সোনার দাম যেমন থাকবে সেই সমতূল টাকা ফেরত পাবেন ক্রেতারা। তবে সভেরেইন গোল্ড বন্ড কিনলে কমপক্ষে ৫ বছর লক ইন রাখতে হবে। অর্থাৎ ওই প্রথম পাঁচ বছর বন্ড বিক্রি করা যাবে না।

Gold

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

Car Buying Tips : অল্প বেতনেই বাড়িতে আসবে নতুন গাড়ি! কীভাবে? চোখ বুলিয়ে নিন

editorji | ব্যবসা-বাণিজ্য

PPF : মাসে দু'হাজার রাখলেই ৭ লক্ষ টাকা রিটার্ন! জানেন এই স্কিম সম্পর্কে?

editorji | ব্যবসা-বাণিজ্য

RBI Repo Rate: ঋণ গ্রাহকদের বিরাট স্বস্তি, বাড়ছে না সুদের হার 

editorji | ব্যবসা-বাণিজ্য

Savings Tips : মাস শেষ হওয়ার আগেই টাকা ফুরিয়ে যায়? খরচ কমানোর ১২টি অজানা কৌশল

editorji | ব্যবসা-বাণিজ্য

Personal Loan : পার্সোনাল লোন সংক্রান্ত ৬'টি মিথ, লোন নেওয়ার আগে যা জেনে নিলে সুবিধা হবে আপনারই