পরপর দু’দিন দাম কমার পর বৃহস্পতিবার হলুদ ধাতুর দামে কোনও ওঠা-নামা নেই। বুধবারের দামই অপরিবর্তিত রইল। তবে রুপোর দাম কমেছে। এদিন ১ কেজি রুপোর দাম কমেছে ৯০০ টাকা।
বৃহস্পতিবার দুপুর ১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৭৯০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৮,৩২০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৭,৯০০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৭৯,০০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,২২৫ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪১,৮০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫২,২৫০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,২২,৫০০ টাকা
১ কেজি রুপোর বাটের দাম : ৫৬,৭০০ টাকা