Gold Silver Price Today : ফের বাড়ল সোনার (Gold price) দাম। এইচডিএফসি-র সিকিউরিটির দেওয়া তথ্য অনুযায়ী, বিশ্ববাজারে সোনার দামের (Gold price in India) তারতম্যের ফেলেই বুধবার ভারতের বাজারে ১০ গ্রাম সোনার দাম ২৭৪ টাকার বেড়ে গিয়ে হল ৫১,৯০৯ টাকা। মঙ্গলবার বাজার বন্ধ হওয়ার সময় ১০ গ্রাম সোনার মূল্য (Gold price) ছিল ৫১,৬৩৫ টাকা। শুধু সোনা নয়, দাম বৃদ্ধি পেল রূপোরও।
আরও পড়ুন: জ্বালানি সংকটের আশঙ্কা, বিদ্যুৎ বাঁচাতে সপ্তাহে একদিন বাড়তি ছুটি দেবে বাংলাদেশ
মঙ্গলবার বাজার বন্ধ হওয়ার সময় ১ কিলোগ্রাম রূপোর (Silver price in India) মূল্য ছিল ৫৫,২৩৪ টাকা। বুধবার সেই দাম একলাফে বাড়ল ৪৪৮ টাকা। হয়ে গেল কেজিপ্রতি ৫৫,৬৮২ টাকা।
এই মুহূর্তে বিশ্ববাজারে এক আউন্স সোনার (Gold price) দাম ১,৭৪৯ মার্কিন ডলার। অন্যদিকে, প্রতি আউন্সে রূপোর দাম ১৯.১১ মার্কিন ডলার।