সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা হলেও স্বস্তিতে মধ্যবিত্ত। সোমবার একধাক্কায় সোনার দাম বাড়লেও মঙ্গলবার তা একই রয়েছে। পাশাপাশি, দাম বেশ কিছুটা কমেছে রূপোর।
মঙ্গলবার ১ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম(Gold Price Hike) রয়েছে ৫ হাজার ২২০ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম ৫২ হাজার ২০০ টাকা। অন্যদিকে, ১ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৫ হাজার ৬৯৫ টাকা। সেই অনুযায়ী, ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৫৬ হাজার ৯৫০ টাকা। কিন্তু সস্তা হয়েছে রূপো। মঙ্গলবার ১ কেজি রুপোর(Silver Price Dropped) নয়া বাজারদর হয়েছে ৭২ হাজার ৫০০ টাকা।
উল্লেখ্য, সোমবার বাজার খুলতেই ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম বাড়ে ১৯০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম বেড়েছিল ২১০ টাকা। অন্যদিকে, কেজি প্রতি রুপোর দাম (Silver Price) বাড়ে ৪৫০ টাকা।