সোনা কেনার একেবারে পারফেক্ট সময়। পরপর কয়েকদিন অপরিবর্তিত থাকার পর লক্ষ্মীবারে সোনার দাম কমেছিল। শুক্রবারেও কোনও হেরফের নেই সোনার দামে। গতকালের মতোই এদিনও ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম যাচ্ছে ৫৪,১০০ টাকা। এবং ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার অপরিবর্তিত দাম যাচ্ছে ৫৯.০২০ টাকা।
কিন্তু সোনার দাম কমলেও রুপোর দাম বেড়েছে। কেজিতে ১০০০ টাকা লাফিয়ে বেড়েছে রুপোর দাম। এদিন ১ কেজি রুপোর বাটের দাম যাচ্ছে ৭৩,৫০০ টাকা।