সোনায় সোহাগা। সোমবারের পর মঙ্গলবার আরও একটু সস্তা হল সোনা। যদিও এদিন অস্বস্তি বাড়াচ্ছে রুপো।
মঙ্গলবার কলকাতার বাজারে ১০ গ্রাম ২২ ক্যারেট গয়না সোনার দাম কমেছে ৪০০ টাকা। ফলে এই পরিমাণ সোনার নতুন দর হয়েছে ৬৬ হাজার ৭৫০ টাকা।
২২ ক্যারেটের থেকে আর একটু বেশি সস্তা হয়েছে ২৪ ক্যারেট। ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দর কমেছে ৪৩০ টাকা। ফলে ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার নতুন দর হয়েছে ৭২ হাজার ২৫০ টাকা।
আরও পড়ুন - সপ্তাহের শুরুতেই স্বস্তি, সোনা-রুপোর দামে পতন
তবে, সোনা সস্তা হলেও অস্বস্তি বাড়াচ্ছে রুপোর বাজার দর। মঙ্গলবার কেজি প্রতি রুপোর দর বেড়েছে ৭০০ টাকা। ফলে ১ কেজি রুপোর নতুন বাজার দর হয়েছে ৮৭ হাজার ২০০ টাকা।