গত কয়েকদিন ধরেই চড়চড়িয়ে দাম বাড়ছিল। অবশেষে পয়লা বৈশাখের আগে স্বস্তি। বাংলা ক্যালেন্ডারের শেষ দিনে সামান্য দাম কমল সোনা-রুপোর। পয়লা বৈশাখে অনেকেই গয়না কেনার পরিকল্পনা করেন। দেখে নেওয়া যাক শনিবারের নতুন দর।
শনিবার ২২ ক্যারেট, ১০ গ্রাম সোনার দাম কমেছে ৭০০ টাকা। ফলে নতুন দাম হয়েছে ৬৬ হাজার ৫০০ টাকা। ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৭৬০ টাকা কমে নতুন দর হয়েছে ৭২ হাজার ৫৫০ টাকা। ১৮ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৫৭০ টাকা কমেছে। নতুন দর ৫৪ হাজার ৪১০ টাকা।
আরও পড়ুন - চড়ছে সোনা! আজও সামান্য বাড়ল হলুদ ধাতুর দাম
পয়লা বৈশাখের আগে রুপোর দামও কমেছে । ১ কেজি রুপোর বাটের দাম ১ হাজার টাকা কমে ৮৫ হাজার ৫০০ টাকা।