আপনার কি সোনা কেনার পরিকল্পনা রয়েছে ? তাহলে দেরি করবেন না, আজ, মঙ্গলবারই বেরিয়ে পড়ুন । বিয়ে উপলক্ষে ইতিমধ্যেই সোনার দোকানগুলিতে ভিড় বাড়ছে । তার উপর দু'দিন পরপর সোনার দাম কমেছে । তাই এই সুযোগ আর হাতছাড়া করবেন না । সপ্তাহের দ্বিতীয় দিন, কলকাতায় কত হয়েছে সোনার দাম? জেনে নিন...
সোমবারের পর মঙ্গলবারও সোনার দাম কমেছে একই হারে । এদিন, ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ১০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ১১০ টাকা । ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার নতুন দাম হয়েছে ৪৬,৮০০ টাকা । ২২ ক্যারেট ১ গ্রাম ও ৮ গ্রাম সোনার দাম যথাক্রমে ৪,৬৮০ টাকা ও ৩৭,৪৪০ টাকা । অন্যদিকে,১ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৫,১০৫ টাকা । সেই অনুযায়ী, ৮ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম হয়েছে ৪০,৮৪০ টাকা । অন্যদিকে, ২৪ ক্যারেট ১০ গ্রাম পাকা সোনার দাম ৫১,০৫০ টাকা ।
সোনার দাম কমলেও রূপোর দর বেড়েছে । এদিন, ১ কেজি রুপোর দাম বেড়েছে ৪৫০ টাকা। রূপোর নতুন বাজার দর হল ৬০,৪৫০ টাকা । বিয়ের মরসুমের আসছে । তাই গয়নার কেনাকাটাও শুরু করে দিয়েছেন ক্রেতারা । এই আবহে পরপর দু'দিন হলুদ ধাতুর দর কমায় খুশি ক্রেতা থেকে বিক্রেতারা।