সপ্তাহের শেষ দিন বেশ খানিকটা স্বস্তি ফিরল, লক্ষ্মীবারে দাম কমার পর শুক্রবার অপরিবর্তিত সোনার দাম। শুক্রবার ১০ গ্রাম ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দাম একটুও পরিবর্তিত হয়নি। বৃহস্পতিবারের মতোই শুক্রবারে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম যাচ্ছে, ৫৫,০০০ টাকা। অন্যদিকে ১০ গ্রাম ২৪ ক্যারেটের দাম যাচ্ছে ৬০, ০০০ টাকা।
Gold import: সোনার আমদানি নিয়ে কড়া সরকার, নিতে হবে বিশেষ লাইসেন্সও
তবে সোনার দামে স্বস্তি মিললেও রুপোর দাম বেড়েছে বেশ খানিকটা। কেজিতে প্রায় দেড় হাজার টাকা করে বেড়েছে রুপোর দাম। এর নিরিখে ১ কেজি রুপোর দাম যাচ্ছে, ৭৭, ১০০ টাকা।