বসন্তে মুখে হাসি ফুটল মধ্যবিত্তের৷ কমল সোনা (Gold Price), রুপোর দাম৷
সোমবার ভারতে কমল সোনা এবং রুপোর দাম (Silver Price)। এমসিএক্স সূচকে ১০ গ্রাম সোনার দাম ০.৬৪ শতাংশ বা ৩৩১ টাকা কমে দাঁড়িয়েছে ৫১,৫৪৫ টাকা। আবার এক কিলোগ্রাম রুপোর দাম ৫৩৬ টাকা বা ০.৭৮ শতাংশ কমে ৬৮,৩০০ টাকায় ঠেকেছে। বিশেষজ্ঞদের মতে, আগামিকাল এবং বুধবার রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে আলোচনার যে কথা আছে, তার প্রভাব পড়বে সোনা এবং রুপোর দামে।
আরও পড়ুন: Petrol-Diesel price hike: ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম, ৬ দিনে পঞ্চমবার
শুক্রবার বাজার বন্ধের সময় এমসিএক্স সূচকে ১০ গ্রাম সোনার দাম ৫১,৮৮৮ টাকা ছিল। যা বৃহস্পতিবারের থেকে ০.৩৬ শতাংশ বা ১৯০ টাকা কম। সেই ধারা অব্যাহত রেখে সোমবার বাজার খোলার পর সোনা এবং রুপোর দাম আরও কমে গিয়েছিল।