ডিসেম্বর মানেই বিয়ের মরসুম (Wedding Season)। বাড়িতে বিয়ে লাগুক, বা উপহার এই সময় কমবেশি সোনা (Gold) কেনার হিড়িক থাকেই।তাই যারা ভাবছেন সোনা কিনবেন, অবশ্যই জেনে যান বাজার দর। গুড রিটার্ন্সের আপডেট অনুযায়ী, শুক্রবার গ্রাম প্রতি আগের থেকে কমেছে সোনার দাম (Gold Price)।
কলকাতায় ২২ ক্যারেট ১ গ্রাম সোনার দাম যাচ্ছে ৪,৯৭০ টাকা গতকালের থেকে মাত্র ২৯ টাকা কমেছে দাম। ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম যাচ্ছে ৪৯, ৭০০ টাকা অর্থাৎ গতকালের থেকে দাম কমেছে ২৯০ টাকা।
এদিকে ২৪ ক্যারেট ১ গ্রাম সোনার দাম যাচ্ছে ৫,৪২২ টাকা যা গতকালের থেকে ৩১ টাকা কম। ১০ গ্রামের দাম ৫৪,২২০ টাকা (কমেছে ৩১০ টাকা)। গহনার সোনার ক্ষেত্রে GST অন্যান্য শুল্ক ও মজুরি আলাদা ধরা হয়।