ফের দাম কমল সোনার। বৃহস্পতিবার ২২ ক্যারেট সোনার দাম যা ছিল, তা শুক্রবারে প্রতি গ্রামে কমে গেল ১০ টাকা করে (Gold Price Dropped)। শুক্রবার ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম যাচ্ছে ৫,১৭০ টাকা। অন্যদিকে ১০ গ্রাম ২২ ক্যারেটের দাম যাচ্ছে ৫১,৭০০ টাকা। রুপোর দাম প্রতি গ্রামে কমেছে ৫০ পয়সা (Silver Price) করে। শুক্রবার ২৪ ক্যারেট ১০ গ্রাম পাকা সোনার দাম যাচ্ছে ৫৬,৫১০ টাকা। ১ কেজি রুপোর বাটের নতুন বাজার দর ৬৮,৩০০ টাকা।
এর আগে, পরপর কয়েকদিন সোনার দাম কমে যাওয়ায় স্বাভাবিক ভাবেই স্বস্তি পেয়েছিলেন মধ্যবিত্ত ক্রেতারা। এবার সপ্তাহের শেষে ফের দাম কমায় খুশির রেশ ক্রেতাদের মধ্যে।