দেশজুড়ে চলছে অষ্টাদশ লোকসভা নির্বাচনের গণনা । এদিকে, গণনার দিনই ধস নেমেছে ভারতীয় স্টক মার্কেটে । প্রভাব পড়েছে সোনা-রুপোর আন্তর্জাতিক বাজারেও । মঙ্গলে একলাফে অনেকটাই বাড়ল সোনা-রুপোর দাম ।
গুড রিটার্নসের তথ্য অনুযায়ী, এদিন ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দর বেড়েছে ৭০০ টাকা । সেক্ষেত্রে এই পরিমাণ সোনার নতুন দর হয়েছে ৬৬,৮০০ টাকা । পাল্লা দিয়ে বেড়েছে পাকা সোনার দরও । ১০ গ্রামের দাম ৭৬০ টাকা বেড়ে হয়েছে ৭২,৮৭০ টাকা ।
সোনার পাশাপাশি রুপোর দরও বেড়েছে । এক কেজি রুপোর বাটের দাম ১২০০ টাকা বেড়ে হয়েছে ৯৪ হাজার টাকা । এরকম চলতে থাকলে আর কয়েকদিনের মধ্যে এক লাখ পার করবে রুপোর দাম ।