লক্ষ্মীবারে সামান্য বাড়ল সোনার দাম । গত এক সপ্তাহ ধরে ঊর্ধ্বমুখী সোনার দর । ইদের দিনেও স্বস্তি মিলল না ক্রেতাদের । সোনার পাশাপাশি দাম বেড়েছে রুপোর । আজ কলকাতায় কত হল দাম, জেনে নিন
১৮ ক্যারেট, ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দাম একই হারে বেড়েছে । কলকাতায় এই পরিমাণ সোনার ১০ গ্রামের দাম বেড়েছে ১০ টাকা । অন্যদিকে, এক কেজি রুপোর বাটের দাম বেড়েছে ১০০ টাকা ।
বৃহস্পতিবার ১৮ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৫৪ হাজার ৯০ টাকা । সেখানে গহনা সোনার দর ৬৬ হাজার ১১০ টাকা । আর পাকা সোনার ১০ গ্রামের দাম ৭২ হাজার ১২০ টাকা । অন্যদিকে, এক কেজি রুপোর বাটের দাম ৮৫ হাজার ৬০০ টাকা ।