সোনার দামে ওঠা-নামা লেগেই রয়েছে । গত তিনদিন নিয়ন্ত্রণে ছিল সোনার দর । তবে, মঙ্গলবার বাজার খুলতেই দেখা গেল, সোনার দাম ফের ঊর্ধ্বমুখী । সামান্য হারে বেড়েছে গহনা সোনা ও পাকা সোনার দাম । তবে, স্বস্তি দিচ্ছে রুপোর বাজারদর ।
গুড রিটার্নসের তথ্য অনুযায়ী, ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম বেড়েছে ১৫০ টাকা । এদিন, কলকাতায় এই পরিমাণ সোনার দর বেড়ে হয়েছে ৬৫ হাজার ৮৫০ টাকা । অন্যদিকে, ১৭০ টাকা বেড়েছে পাকা সোনার ১০ গ্রামের দাম । নতুন দর হয়েছে ৭১ হাজার ৮৪০ টাকা ।
রুপোর দর সোমবার সামান্য বাড়লেও, মঙ্গলে মিলেছে স্বস্তি । মঙ্গলবার এক কেজি রুপোর বাটের দাম ১২০০ টাকা বেড়ে হয়েছে ৯০ হাজার ৫০০ টাকা ।