সোনার লাগাতার বাড়তে থাকা দামে মাথায় হাত ক্রেতাদের । শুক্রবার সামান্য স্বস্তি দিয়ে দাম কমলেও, ফের শনিবার সোনার দর ঊর্ধমুখী । গহনা সোনা ও পাকা দুইয়েরই দাম বেড়েছে । সোনার পাশাপাশি দাম বেড়েছে রুপোরও ।
গুড রিটার্নসের তথ্য অনুযায়ী, শনিবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ৬০০ টাকা । এদিনের বাজারে এই পরিমাণ সোনার দাম ৬৬ হাজার ৫০০ টাকা । অন্যদিকে, ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৬৬০ টাকা বেড়ে হয়েছে ৭২,৫৫০ টাকা ।
রুপোর দাম গত দু'দিন কমলেও, শনিবার বাজার খুলতেই দেখা গেল সোনার পাশাপাশি রুপোর দরও বেড়েছে । এক কেজি রুপোর বাটের দাম ৫০০ টাকা বেড়ে হয়েছে ৯১ হাজার টাকা ।