সোনার দাম (Gold-Silver Price Today ) ফের উর্ধ্বমুখী । বুধবার বাজার খুলতেই চিন্তার ভাঁজ মধ্যবিত্তদের কপালে । পরপর দু'দিন দাম বাড়ল সোনার । অন্যদিকে, রুপোর দামও (Silver Price Today) উর্ধ্বমুখী ।
গুড রিটার্নসের তথ্য় অনুযায়ী, বুধবার ২২ ক্যারেট, ১০ গ্রাম সোনার দাম বেড়েছে ৫০০ টাকা । অন্যদিকে, ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম বেড়েছে ৫৫০ টাকা । যা মঙ্গলবারের তুলনায় অনেকটাই বেশি ।
২২ ও ২৪ ক্যারেট দুই ক্ষেত্রেই মঙ্গলে ১২০ টাকা দাম বেড়েছিল । সেখানে বুধবার প্রায় ৪ গুণ দাম বৃদ্ধি পেয়েছে ।
আরও পড়ুন, Gold And Silver Price: মঙ্গলে ফের বাড়ল অস্বস্তি! চড়া দাম সোনা-রুপোর
বুধে ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম বেড়ে হয়েছে ৫৫ হাজার ৬০০ টাকা । ২৪ ক্যারেট ১০ গ্রামের দাম হয়েছে ৬০ হাজার ৬৫০ টাকা ।
অন্যদিকে, গত তিনদিন ধরেই রুপোর দাম উর্ধ্বমুখী । বুধে এক কেজি রপোর দাম বেড়েছে প্রায় ৪০০ টাকা । বর্তমানে এক কেজি রুপোর বাটের দাম হয়েছে ৭৮ হাজার ৪০০ টাকা ।