সোমবার সামান্য দাম কমল সোনার । গত দু'দিন ধরে সোনার দাম অপরিবর্তিত ছিল । সপ্তাহের শুরুতে বাজার খুলতেই স্বস্তি । এদিন, ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কমেছে ৩০ টাকা । ২৪ ক্যারেট ১০ গ্রামের দাম কমেছে ৪০ টাকা । তবে, রুপোর দাম অপরিবর্তিত রয়েছে ।
সোমবার গুড রিটার্নসের তথ্য অনুযায়ী, ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫,৫০৭ টাকা । একইভাবে ১০ গ্রামের দাম কমে হয়েছে ৫৫,০৭০ টাকা । অন্যদিকে, ২৪ ক্যারেট ১ গ্রামের দাম কমে হয়েছে ৬,০০৭ টাকা । ১০ গ্রামের নতুন দাম হয়েছে ৬০,০৭০ টাকা । রবিবারের মতো সোমবারও একই দাম রয়েছে রুপোর । এক কেজি রুপোর বাটের দাম ৭৩,৫০০ টাকা ।
আরও পড়ুন, Savings Scheme: সদ্য আয় শুরু করেছেন? জেনে নিন সঞ্চয় শুরুর খুঁটিনাটি
সোনার দামে ওঠা-নামা অব্যাহত রয়েছে । গত সপ্তাহে বৃহস্পতিবার পর্যন্ত সোনার দাম নিম্নমুখীই ছিল । কিন্তু, ১৬ জুন, শুক্রবার সোনার দাম অনেকটাই বাড়ে । শনি ও রবিবার আবার সোনার দর অপরিবর্তিত থাকায় সামান্য স্বস্তি মেলে মধ্যবিত্তদের । সোমবার স্বস্তি আরও বাড়িয়ে সোনার দাম নিম্নমুখী রইল ।