সোনার-রুপোরা দামে ওঠা-নামা লেগেই রয়েছে । গত কয়েকদিন ধরে সোনার দাম ছিল ঊর্ধ্বমুখী । তবে, শুক্রবারের বাজার খুলতেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন মধ্যবিত্তরা । এদিন সামান্য কমেছে সোনার দাম ।
গুড রিটার্নসের তথ্য অনুযায়ী, শুক্রবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ১০০ টাকা । ওই পরিমাণ সোনা এদিন বিক্রি হচ্ছে ৫৫,০৫০ টাকায় । অন্যদিকে, ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কমেছে ১১০ টাকা । নতুন দাম হয়েছে ৬০,০৫০ ।
১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৫,৫০৫টাকা
১০০ গ্রাম সোনার ২২ ক্যারেট সোনার দাম ৫,৫০,৫০০টাকা
১ গ্রাম সোনার ২৪ ক্যারেট সোনার দাম ৬০০৫টাকা
১০০ গ্রাম সোনার ২৪ ক্যারেট সোনার দাম ৬০০৫০০ টাকা
শুধু সোনা নয়, রুপোর দামও কমেছে । এদিন এক কেজি রুপোর বাটের দাম কমেছে ৫০০ টাকা । নতুন দাম হয়েছে ৭৭,১০০ টাকা ।