সোনার দামে ওঠা-নামা অব্যাহত । সোমবারই লাফিয়ে দাম বেড়েছিল সোনার । তবে, মঙ্গলে সামান্য স্বস্তি । গহনা সোনা ও পাকা সোনা, দুইয়েরই দাম কমেছে । তবে, রুপোর দাম অনেকটাই বেড়েছে । আজ কলকাতায় দাম কত, জেনে নিন
১৮ ক্যারেট
১৮ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কমেছে ২১০ টাকা । মোট দাম হয়েছে ৫১ হাজার ৮৩০ টাকা
২২ ক্যারেট
গহনা সোনার দাম কমেছে ২৫০ টাকা । ১০ গ্রামের দাম হয়েছে ৬৩ হাজার ৩৫০ টাকা
২৪ ক্যারেট
পাকা সোনার ১০ গ্রামের দাম কমেছে ২৭০ টাকা । প্রায় ৭০ হাজার ছুঁইছুঁই সোনার দর । নতুন দর হয়েছে ৬৯,১১০ টাকা
সোনার দাম কমলেও রুপোর দাম বেড়েছে । ৪০০ টাকা বেড়েছে এক কেজি রুপোর বাটের দাম । নতুন দাম হয়েছে ৭৯ হাজার টাকা