সোনার দামে ওঠা-নামা অব্যাহত । গত চারদিন ধরে নিয়ন্ত্রণেই ছিল সোনার দাম । কিন্তু, লক্ষ্মীবারে ফের উর্ধ্বমুখী দর সোনার । গহনা ও পাকা সোনা দুইয়েরই দাম বেড়েছে । লাফিয়ে বেড়েছে রুপোর দরও ।
গুড রিটার্নসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ১০ গ্রাম ২২ ক্যারেট গহনার সোনার দাম বেড়েছে ২০০ টাকা । অন্যদিকে, ২৪ ক্যারেট ১০ গ্রামের দাম বেড়েছে ২২০ টাকা । এদিন কলকাতায় গহনা সোনার দাম বেড়ে হয়েছে ৬৬ হাজার ৪০০ টাকা । অন্যদিকে পাকা সোনা বিক্রি হচ্ছে ৭২ হাজার ৪৪০ টাকা দরে ।
সোনার পাশাপাশি রুপোর দরও বেড়েছে । এক কেজি রুপোর বাটের দাম দেড় হাজার টাকা বেড়ে হয়েছে ৯২ হাজার ৫০০ টাকা ।