ফের বাড়ল সোনার দাম (Gold-Silver Price Today ) । লক্ষ্মীবারেও স্বস্তি মিলল না । এই নিয়ে পরপর তিনদিন দাম বাড়ল সোনার । অন্যদিকে, রুপোর দামও (Silver Price Today) অপরিবর্তিত রয়েছে ।
গুড রিটার্নসের তথ্য় অনুযায়ী, বৃহস্পতিবার ২২ ক্যারেট, ১০ গ্রাম সোনার দাম বেড়েছে ১০০ টাকা । অন্যদিকে, একই হারে বেড়েছে ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ।
সেক্ষেত্রে, ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম বেড়ে হয়েছে ৫৫ হাজার ৭০০ টাকা । ২৪ ক্যারেট ১০ গ্রামের দাম হয়েছে ৬০ হাজার ৭৫০ টাকা ।
আরও পড়ুন, Gold-Silver Price Today : বুধে সোনার দামে আগুন, রুপোর দামও ঊর্ধ্বমুখী, আজ কত দর, জেনে নিন
১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৫,৫৭০ টাকা
১০০ গ্রাম সোনার ২২ ক্যারেট সোনার দাম ৫,৫৭,০০০ টাকা
১ গ্রাম সোনার ২৪ ক্যারেট সোনার দাম ৬,০৭৫ টাকা
১০০ গ্রাম সোনার ২৪ ক্যারেট সোনার দাম ৬,০৭,৫০০ টাকা
অন্যদিকে, গত চারদিন ধরে রুপোর দাম উর্ধ্বমুখী ছিল । তবে বৃহস্পতিবার রুপোর দাম বাড়েওনি, কমেওনি, একই রয়েছে । এদিন এক কেজি রুপোর বাটের দাম হয়েছে ৭৮ হাজার ৪০০ টাকা ।