সপ্তাহের শুরুতেই স্বস্তি । দাম কমল সোনার । গত দুইদিন ধরেই সোনার দাম ছিল নিয়ন্ত্রণে । সোমবার বাজার খুলতেই দেখা গেল, গহনা সোনা ও পাকা সোনার দাম সামান্য হারে কমেছে । রুপোর দামও সামান্য কমেছে ।
সোমবার গুড রিটার্নসের তথ্য অনুযায়ী, ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কমেছে মাত্র ১০০ টাকা । আর ১০ গ্রাম ২৪ ক্যারেটের দাম ১৫০ টাকা কমেছে । এদিন কলকাতায় ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট ১০ গ্রামের সোনার বাজারদর যথাক্রমে ৬৬,২৫০ টাকা ও ৭২,২৩০ টাকা ।
সোনার পাশাপাশি রুপোর দামও কমেছে । এক কেজি রুপোর বাটের দাম ৩০০ টাকা কমে হয়েছে ৯১ হাজার ৭০০ টাকা ।