সোমবারের পর মঙ্গলবারও সোনার দাম নিয়ন্ত্রণে । সপ্তাহের প্রথম দিন দাম সামান্য কমলেও, এদিন সোনার দামে কোনও নড়চড় নেই । অন্যদিকে, পরপর দুইদিন রুপোর দর নিম্নমুখী । মঙ্গলে কত হল সোনা-রুপোর দর জেনে নিন
গুড রিটার্নসের তথ্য অনুযায়ী, সোমবার ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ছিল ৬৬ হাজার ২৫০ টাকা । সোনার দর অপরির্বতিত থাকায় মঙ্গলবারও একই রয়েছে দাম । ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দামের ক্ষেত্রেও কোনও নড়চড় নেই । ৭২ হাজার ২৩০ টাকা দরেই এদিন বিক্রি হচ্ছে সোনা ।
অন্যদিকে, রুপোর দাম মঙ্গলবারও কমেছে । এক কেজি রুপোর বাটের দাম ১০০ টাকা কমে হয়েছে ৯১ হাজার ৬০০ টাকা ।