সপ্তাহের দ্বিতীয় দিনেও নেই স্বস্তি । সোমবারের পর মঙ্গলবারও ফের চড়া সোনা । এদিন গহনা সোনা ও পাকা সোনা দুইয়েরই দাম বেড়েছে । সোনার পাশাপাশি দাম বেড়েছে রুপোরও ।
মঙ্গলবার গুড রিটার্নসের তথ্য অনুযায়ী, এদিন ২২ ক্যারেট ১০ গ্রাম গহনার সোনার দাম বেড়েছে ২০০ টাকা । এই পরিমাণ সোনার নতুন দাম হয়েছে ৬৬,৮৫০ টাকা। অন্যদিকে, ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ২২০ টাকা বেড়ে হয়েছে ৭২,৯৩০ টাকা।
সোনার পাশাপাশি আগুন দাম রুপোর । কেজিতে ৩,৫০০ টাকা বেড়েছে রুপোর দাম। অর্থাৎ ১ কেজি রুপোর বাটের দাম এদিন ৯৬,৫০০ টাকা।