মঙ্গলের পর বুধেও দাম কমল সোনার । এদিন বাজার খুলতেই দেখা গেল ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কমেছে ৩০০ টাকা । সেখানে মঙ্গলবার দর ছিল অপরিবর্তিত । এদিকে, বুধে ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কমেছে ২২০ টাকা । তবে, চিন্তা বাড়াচ্ছে রুপোর দাম । বুধবারেও ফের একলাফে অনেকটাই বাড়ল রুপোর দাম ।
গুড রিটার্নসের তথ্য অনুযায়ী, ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কমে হয়েছে ৫৪,০৫০ টাকা । অন্যদিকে, ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম কমে হয়েছে ৫৮,৯৬০ টাকা । এক কেজি রুপোর বাটের দাম বেড়েছে ৪০০ টাকা । নতুন দাম হয়েছে ৭১,৯০০ টাকা ।
সোনার দামে ওঠা-নামা অব্যাহত । চলতি সপ্তাহেই সোনার দাম সামান্য বেড়েছিল । তবে, মঙ্গলে দাম কমে । বুধেও সেই ধারাই বজায় রইল ।