সপ্তাহের শুরুতেই স্বস্তি । সোমবার দাম কমল সোনার । এদিন, গহনা সোনা ও পাকা সোনা দুইয়েরই দাম কমেছে । অন্যদিকে, রুপোর দামে কোনও হেরফের নেই । রবিবারের পর সোমবারও রুপোর দাম অপরিবর্তিত রয়েছে ।
২২ ক্যারেট
২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কমেছে ৩০০ টাকা । এদিন, কলকাতায় এই পরিমাণ সোনার দাম হয়েছে ৬৬ হাজার ৫৫০ টাকা ।
২৪ ক্যারেট
পাকা সোনার দাম কমেছে ৩৩০ টাকা । ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম হয়েছে ৭২,৬০০ টাকা ।
রুপোর দাম
সোমে স্বস্তি রুপোর দামেও । এক কেজি রুপোর বাটের দাম ৮৪ হাজার টাকা ।