ভোটের রেজাল্টের দিনই চড়চড়িয়ে দাম বেড়েছিল সোনার । তবে, বুধবারের মার্কেট খুলতেই স্বস্তি । গহনা সোনা ও পাকা সোনা দুইয়েরই দাম কমেছে । রেকর্ড হারে কমেছে রুপোর দাম । বুধে কত হল সোনা-রুপোর দাম, দেখে নিন
গুড রিটার্নসের তথ্য অনুযায়ী, ২২ গ্রাম ১০ গ্রাম সোনার দাম কমেছে ২০০ টাকা । এদিন, কলকাতার বাজারে এই পরিমাণ সোনার দাম কমে হয়েছে ৬৬ হাজার ৬০০ টাকা । পাকা সোনার দর ২২০ টাকা কমেছে । এই পরিমাণ সোনার ১০ গ্রামের দাম কমে হয়েছে ৭২,৬৫০ টাকা ।
বেশ কয়েকদিন ধরেই রুপোর দর ঊর্ধ্বমুখী ছিল । তবে, বুধবার রেকর্ড হারে কমেছে রুপোর দাম । এক কেজি রুপোর বাটের দাম ২ হাজার ৩০০ টাকা কমে হয়েছে ৯১ হাজার ৭০০ টাকা ।