বৃহস্পতিবারের পর শুক্রবারও সোনার দাম ঊর্ধমুখী । এই নিয়ে পরপর দু'দিন বাড়ল সোনার দাম । শুক্রবার গহনা সোনার দাম ৩০০ টাকা বেড়েছে । বৃহস্পতিবার যা ছিল ৭০০ টাকা । অন্যদিকে, পরপর দুইদিন রেকর্ড হারে বৃদ্ধি পেল রুপোর দাম ।
গুড রিটার্নসের দেওয়া তথ্য অনুযায়ী শুক্রবার ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৬৭ হাজার ৬০০ টাকা । বৃহস্পতিবার যা ছিল ৬৭ হাজার ৩০০ টাকা । অন্যদিকে ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম বেড়েছে ৩৩০ টাকা। সেক্ষেত্রে শুক্রবার এই পরিমাণ সোনার দর বেড়ে হয়েছে ৭৩ হাজার ৪২০ টাকা।
রুপোর দাম আরও চড়া । প্রতি এক কেজিতে রুপোর দাম বেড়েছে ২৫০০ টাকা । ফলে শুক্রবার দাম বেড়ে হয়েছে ৯৬ হাজার টাকা । এই ভাবে সোনা ও রুপোর দাম বাড়তে থাকলে পকেটে বড়সড় টান পড়বে ক্রেতাদের ।