রিলায়েন্স গোষ্ঠীর মুকেশ আম্বানিকে (Mukesh Ambani) পেছনে ফেলে এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি হলেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি (Goutam Adani)। ব্লুমবার্গ বিলিয়েনিয়ার ইন্ডেক্স অনুযায়ী, শিল্পপতি গৌতম আদানি বিশ্বের দশম সবচেয়ে ধনী ব্যক্তি। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৮৮.৫ বিলিয়ন ডলার। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় একাদশ স্থানে নেমে গিয়েছেন মুকেশ আম্বানি। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৮৭.৯ বিলিয়ন ডলার। এই বছর এখনও পর্যন্ত গৌতম আদানি সম্পত্তির পরিমাণ বেড়েছে ১২ হাজার কোটি টাকা, অন্যদিকে চলতি বছরে মুকেশ আম্বানির ২ বিলিয়ন ডলার লোকসান হয়েছে। বিলিয়েনিয়ার ইন্ডেক্সের অনুযায়ী, বিশ্বের শীর্ষ ৫০০ লাখপতিদের মধ্যে এই বছর এখনও পর্যন্ত সবচেয়ে বেশি গৌতম আদানির সম্পত্তির পরিমাণ বেড়েছে।
মুকেশ আম্বানির বাড়িতে হামলার ছক? বাড়ানো হল অ্যান্টিলার নিরাপত্তা
গৌতম আদানির জন্য করোনার সময়কাল দুর্দান্ত থেকেছে। ২০২১ এ তার সম্পত্তি ৪২ বিলিয়ন ডলার বেড়েছে। ব্লুমবার্গের অনুযায়ী, ২০২০ সালের মার্চের তাঁর মোট সম্পত্তির পরিমাণ ছিল মাত্র ৫ বিলিয়ন ডলার। গৌতম আদানির সম্পত্তি ২০২০ সালে ২০ বিলিয়ন ডলার বেশি বেড়েছিল।
জানা গিয়েছে, তিনি পুনর্নবীকরণযোগ্য শক্তি, বিমানবন্দর, ডেটা সেন্টার এবং প্রতিরক্ষা চুক্তিতে অগ্রসর হচ্ছেন। মুম্বাই-ভিত্তিক ব্রোকারেজ এইচডিএফসি সিকিউরিটিজ লিমিটেডের রিটেল রিসার্চের প্রধান দীপক জাসানি বলেছেন, " আদানি গ্রুপ সঠিক সময়ে ঘটতে থাকা সমস্ত সেক্টরে প্রবেশ করেছে। যা বিদেশী পোর্টফোলিও বিনিয়োগকারীদের আকর্ষণ করেছে।"