কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি (Goutam Adani)।মার্কিন লগ্নি সংক্রান্ত গবেষণাকারী সংস্থা হিন্ডেনবার্গের চাঞ্চল্যকর রিপোর্টের জেরে ক্রমেই বিশ্বের ধনীদের তালিকা থেকে পিছিয়ে পড়ছেন। বিশ্বের প্রথম সারির ধনকুবেরদের তালিকা থেকে স্থানচ্যুত হচ্ছেন তিনি।
এক সপ্তাহে কয়েক হাজার কোটি টাকা খুইয়ে ধনীতম ব্যক্তিদের তালিকায় সেরা ২০-র মধ্যে স্থান পেলেন না গৌতম আদানি। ব্লুমবার্গের বিলিয়নেয়ার ইন্ডেক্স অনুযায়ী, বর্তমানে এই তালিকার ২১তম স্থানে রয়েছেন গৌতম আদানি।
আরও পড়ুন- FPO প্রত্যাহারের একদিনের মধ্যে দুই মার্কিন সংস্থার বিনিয়োগের টাকা ফেরাল আদানি গোষ্ঠী
পরিসংখ্যান বলছে, গত সপ্তাহে বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি ছিলেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান। ফোর্বসের পরিসংখ্যান অনুযায়ী, বৃহস্পতিবার গৌতম আদানি ছিলেন ১৬ নম্বরে। কিন্তু গত ১০ দিনে ৫২ বিলিয়ন ডলার খুইয়ে ২১ নম্বরে নেমে এসেছেন তিনি। এমনকি এশিয়ার ধনীতম ব্যক্তির তকমাও হারিয়েছেন গৌতম আদানি।