ল্যাপটপ (Laptops), ট্যাবলেট, পার্সোনাল কম্পিউটারের (Computers) মতো ইলেক্ট্রনিক সামগ্রীর (Electronic devices import) আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করল কেন্দ্রীয় সরকার। স্থানীয় উৎপাদনশিল্পকে প্রাধান্য দিতেই এই সিদ্ধান্ত বলে মনে করছে ওয়াকিবহালমহল। আমদানিকৃত বস্তুর জন্য চিনের ওপর অত্যাধিক নির্ভরশীলতা কমানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত বলেও জানা গিয়েছে।
আরও পড়ুন: 'অনুপ্রেরণামূলক ক্লিক', G20 মিটিংয়ে নির্মলাদের ছবি শেয়ার করে গর্বিত মোদী
উল্লেখ্য, বুধবারই অনলাইন গেমিং-কে (Online gaming) আনা হয়েছিল ২৮ শতাংশ জিএসটি-র আওতায়। এই তালিকায় শুধু অনলাইন গেমিং-ই নয়, রয়েছে ক্যাসিনো ও ঘোড়দৌড়ের মতো বিষয়গুলিও। এই জিএসটি কার্যকর হতে চলেছে আগামী ১ অক্টোবর থেকে। জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। এখনও পর্যন্ত বাংলা-সহ একাধিক রাজ্য তাতে সম্মতি জানিয়েছে। মহারাষ্ট্র, গুজরাট, ছত্তিশগড়, বিহারও তাতে সম্মতি জানিয়েছে। অন্যদিকে গোয়া, দিল্লি এবং সিকিম সরকার পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে। তামিলনাড়ুও তাই।