GST Registration: জিএসটি রেজিস্ট্রেশনে নয়া নিয়ম, উপকৃত হবেন অনলাইন খুচরো ব্যবসায়ীরা

Updated : Jul 07, 2022 15:52
|
Editorji News Desk

ক্ষুদ্র অনলাইন ব্যবসায়ীদের (Online Retailers) জন্য বড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। এর ফলে তাঁরা বিশেষ ভাবে উপকৃত হবেন। 

এতদিন সরকারি সিদ্ধান্ত অনুসারে ক্ষুদ্র অফলাইন ব্যবসায়ীরা জিএসটি রেজিস্ট্রেশন ছাড়াই একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত খুচরো ব্যাবসা করতে পারলেও অনলাইনে ক্ষুদ্র ব্যবসায়ীদের খুচরো ব্যাবসার ক্ষেত্রে জিএসটি রেজিস্ট্রেশন বাধ্যতামূলক ছিল। বিষয়টি নিয়ে ক্ষোভ ছিল এই অনলাইন বিক্রেতাদের মধ্যে। তাঁরা দীর্ঘদিন ধরে এই ‘বৈষম্য’ বিলোপের দাবি তুলছিলেন। এবার সরকার তাঁদের সেই দাবি মেনে নিয়েছে।

Uttar Pradesh Girl Murder:একাধিক সম্পর্কের কথা জেনে যাওয়ায় বোনকে গণধর্ষণ করিয়ে খুন

সদ্য সমাপ্ত জিএসটি (GST)-র পরিষদীয় বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, এখন থেকে অনলাইনে যে সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ী খুচরো ব্যাবসা করছেন তাঁদের ক্ষেত্রে জিএসটি রেজিস্ট্রেশন বাধ্যতামূলক নয়। উল্লেখ্য, এতদিন বাৎসরিক ৪০ লাখ টাকার কম টার্নওভারের ক্ষেত্রে ক্ষুদ্র খুচরো অফলাইন ব্যবসায়ীদের জিএসটি রেজিস্ট্রেশন করতে হত না। কিন্তু অনলাইনে ক্ষুদ্র খুচরো ব্যবসায়ীদের বাৎসরিক টার্নওভার যাই হোক না কেন,তাঁদের জিএসটি রেজিস্ট্রেশন বাধ্যতামূলক ছিল। নতুন নিয়মে অলাইনে যে সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা খুচরো ব্যাবসা করছেন তাঁদের বাৎসরিক টার্নওভার ৪০ লাখ টাকার কম হলে তাঁদেরও জিএসটি রেজিস্ট্রেশন বাধ্যতামূলক নয়।

তবে অফলাইন খুচরো ব্যাবসার ক্ষেত্রে বাৎসরিক টার্নওভার ৪০ লাখ টাকার কম হলে সেক্ষেত্রে জিএসটি রেজিস্ট্রেশন সেই সমস্ত ব্যবসায়ীদের ক্ষেত্রে প্রযোজ্য নয় যাঁদের ব্যাবসা শুধুমাত্র নিজের রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ। যদি তাঁরা নিজের রাজ্যের পাশাপাশি অন্য রাজ্যে ব্যাবসা করেন সেক্ষেত্রে টার্নওভার ৪০ লাখ টাকার কম হলেও তাঁদের জিএসটি রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। একই নিয়ম অনলাইন ক্ষুদ্র খুচরো ব্যবসায়ীদের ক্ষেত্রেও বলবৎ থাকছে। অর্থাৎ অনলাইনে ব্যবসায়ীরা যদি নিজের রাজ্যের পাশাপাশি অন্য রাজ্যেও ব্যাবসা করেন সেক্ষেত্রে তাঁদের বাৎসরিক টার্নওভার ৪০ লাখ টাকার কম হলেও জিএসটি রেজিস্ট্রেশন করতে হবে।

GSTOnline retailingGST Council

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

Car Buying Tips : অল্প বেতনেই বাড়িতে আসবে নতুন গাড়ি! কীভাবে? চোখ বুলিয়ে নিন

editorji | ব্যবসা-বাণিজ্য

PPF : মাসে দু'হাজার রাখলেই ৭ লক্ষ টাকা রিটার্ন! জানেন এই স্কিম সম্পর্কে?

editorji | ব্যবসা-বাণিজ্য

RBI Repo Rate: ঋণ গ্রাহকদের বিরাট স্বস্তি, বাড়ছে না সুদের হার 

editorji | ব্যবসা-বাণিজ্য

Savings Tips : মাস শেষ হওয়ার আগেই টাকা ফুরিয়ে যায়? খরচ কমানোর ১২টি অজানা কৌশল

editorji | ব্যবসা-বাণিজ্য

Personal Loan : পার্সোনাল লোন সংক্রান্ত ৬'টি মিথ, লোন নেওয়ার আগে যা জেনে নিলে সুবিধা হবে আপনারই