Budget 2022: একরাশ প্রত্যাশা নিয়ে বাজেট পেশের আগে যে টিমটির দিকে চেয়ে আছে গোটা দেশ

Updated : Jan 27, 2022 12:25
|
Editorji News Desk

২০২২-২৩ অর্থবর্ষের সাধারণ বাজেট (Budget 2022) পেশ করার আগে প্রচারের আলো প্রত্যাশামতোই থাকবে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের (Nirmala Sitharaman) ওপর। দেশের অর্থনীতির স্বাস্থ্যের কথা মাথায় রেখেই অর্থনৈতিক অগ্রগতির চ্যালেঞ্জ এখন তাঁর সামনে।

একদিকে বাজারের চাহিদা মেটানোর প্রত্যাশা অন্যদিকে মুদ্রাস্ফীতির হিসেবকে প্রতি মুহূর্তে মাথায় রেখে  যে দলটি কেন্দ্রীয় বাজেট (Budget 2022) পেশ করবে, সেই দলের সদস্যদের সম্বন্ধে একবার জেনে নেওয়া যাক।

১) টি ভি সোমনাথন: অধুনা অর্থসচিব (T.V Somnathan), যিনি এর আগে প্রধানমন্ত্রীর অফিসে কাজ করেছেন, তাঁর ওপর  দায়িত্ব রয়েছে দেশের স্বাস্থ্য পরিষেবার জন্য ভাঁড়ার বৃদ্ধি ও বড় আকারে ভ্যাকসিনেশন প্রকল্পের জন্য অতিরিক্ত অর্থের দিশা দেখানোর।

মূলধন ব্যয়ের হিসাবে আসন্ন কেন্দ্রীয় বাজেট (Budget 2022) নিঃসন্দেহে সবথেকে বড় বাজেট হতে চলেছে। কোন খাতে কত অর্থ বন্টন করা হবে,তা দেখাই সোমনাথনের মূল দায়িত্ব।

২) আর্থিক বিষয়ক সচিব অজয় শেঠের (Ajay Seth) উপর কড়া দায়িত্ব রয়েছে দেশের অর্থনৈতিক ক্ষেত্রে বেসরকারি মূলধন ব্যয়ের উন্নতিসাধন করে দেশের জিডিপি’র বৃদ্ধির গতিতে সামঞ্জস্য রক্ষা করার। রিপোর্ট জানাচ্ছে, নির্মলা সীতারামনের বাজেট (Budget 2022) বক্তৃতার খসড়া তৈরি দায়িত্বেও রয়েছেন অজয় শেঠ।

৩) এয়ার ইন্ডিয়ার বেসরকারিকরণের সাফল্যের পর  কেন্দ্রীয় লগ্নি ও সরকারি সম্পত্তি পরিচালন দফতরের সচিব ১৯৮৭ ব্যাচের পাঞ্জাব ক্যাডারের অফিসার তুহিন পান্ডের (Tuhin Pandey) মূল লক্ষ্য, আসন্ন বাজেটে একাধিক নতুন চুক্তিকে পাখির চোখ করে তাঁর কথামতোই বেশ কয়েকটি রুগ্ন সরকারি সংস্থার বেসরকারিকরণ করে (Budget 2022) তাদের সাফল্যকে ত্বরান্বিত করা।

৪) ১৯৮৭ ব্যাচের আইএএস দেবাশিস পন্ডার ওপর আবার মূল দায়িত্ব সরকারি খাতের (Budget 2022) আওতায় থাকা অর্থনৈতিক কেন্দ্রগুলির বুনোটকে সুদৃঢ় করা।

৫) বর্তমানে রাজস্ব দফতরের সচিব তরুণ বাজাজ (Tarun Bazaz), যাঁকে আর্থিক বিষয়ক মন্ত্রকের সচিবের পদ থেকে গত বছর সরিয়ে দেওয়ার পরে প্রশ্ন উঠেছিল, স্বল্প সঞ্চয়ের সুদের হার নিয়ে গণ্ডগোলের জেরেই এই কোপ পড়ল কি না, তাঁর সামনে আবার রয়েছে তাঁর ৩০ বছরেরও অধিক সময়ের অভিজ্ঞতাকে (Budget 2022) কাজে লাগিয়ে নতুন কোনও দিশা দেখানোর চ্যালেঞ্জ।

Finance MinisterBudget 2022Nirmala sitharamanFinance Ministry

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

Car Buying Tips : অল্প বেতনেই বাড়িতে আসবে নতুন গাড়ি! কীভাবে? চোখ বুলিয়ে নিন

editorji | ব্যবসা-বাণিজ্য

PPF : মাসে দু'হাজার রাখলেই ৭ লক্ষ টাকা রিটার্ন! জানেন এই স্কিম সম্পর্কে?

editorji | ব্যবসা-বাণিজ্য

RBI Repo Rate: ঋণ গ্রাহকদের বিরাট স্বস্তি, বাড়ছে না সুদের হার 

editorji | ব্যবসা-বাণিজ্য

Savings Tips : মাস শেষ হওয়ার আগেই টাকা ফুরিয়ে যায়? খরচ কমানোর ১২টি অজানা কৌশল

editorji | ব্যবসা-বাণিজ্য

Personal Loan : পার্সোনাল লোন সংক্রান্ত ৬'টি মিথ, লোন নেওয়ার আগে যা জেনে নিলে সুবিধা হবে আপনারই