ঘুরতে ভালোবাসেন? তাহলে আপনার জন্য দুঃসংবাদ। এবার থেকে হোটেলে ঘর ভাড়ার জন্য আপনাকে বেশি টাকা গুণতে হবে।
এবছর জিএসটি কাউন্সিলের বৈঠকে ( GST Council Meeting) সিদ্ধান্ত হয়েছে হোটেলে ঘর ভাড়ার উপর জিএসটি আরোপ করা হবে। কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে হোটেলে ঘর ভাড়ার উপর ১২ শতাংশ জিএসটি বসানো হবে। এর ফলে হোটেলের ঘর ভাড়া এক ধাক্কায় অনেকটাই বাড়তে চলেছে।
Train accident:রেললাইনে পড়ে থেকে জখম যাত্রীর মৃত্যু,মোবাইলে ছবি তুললেও কেউ হাসপাতালে নিয়ে গেলেন না
কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে, যে সমস্ত হোটেলে ঘর ভাড়া ১০০০ টাকার কম, সেই সমস্ত হোটেলের ঘর ভাড়ার উপর ১২ শতাংশ জিএসটি বসানো হবে। এছাড়া হাসপাতালের কেবিনের ভাড়ার উপর ৫ শতাংশ লেভি ধার্য করা হচ্ছে।
অর্থাৎ সব মিলিয়ে এক ধাক্কায় অনেকটাই বাড়তে চলেছে হোটেলের ঘর ভাড়া। পাশাপাশি হাসপাতালের কেবিন ভাড়ার উপর লেভি বসানোয় যাঁরা কেবিনে থেকে চিকিৎসা করাবেন তাঁদের চিকিৎসা সংক্রান্ত খরচও কিছুটা বাড়বে।