বেতনের বেশ কিছুটা অংশ জমছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে। এই টাকার উপর চক্রবৃদ্ধি হারে সুদ যোগ হতে থাকে। আর এই স্কিমের মাধ্যমেই অবসরের সময় একটা বড়ো অঙ্কের টাকা হাতে পান সরকারি এবং বেসরকারি অফিসের কর্মীরা। সারা জীবন যতগুলি সংস্থায় কাজ করেছেন সেই সংস্থার তরফেই ইপিএফে টাকা জমা করা হয়। কিন্তু টাকা কি সঠিক ভাবে জমা পড়ছে? তা জানতে গেলে অবশ্যই UAN নম্বর থাকতে হবে আপনার কাছে।
কী UAN নম্বর ?
UAN অর্থাৎ Universal Account Number একটি ১২ ডিজিটের সংখ্যা। এই নম্বর থেকেই জানা যায় প্রভিভেন্ট ফান্ড সংক্রান্ত সব তথ্য। এই নম্বর সারাজীবন ভ্যালিড থাকে। এমনকি চাকরি বদল করলেও এই নম্বর ভ্যালিড থাকে। আর এই নম্বরের মাধ্যমেই PF অ্যাকাউন্টে কত টাকা জমা হয়েছে তা জানা সম্ভব হয়।
কী ভাবে জানা যায় UAN নম্বর?
UAN নম্বর জানার জন্য EPFO-র অফিসিয়াল পোর্টালে ক্লিক করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটি হল https://www.epfindia.gov.in/site_en/index.php.
এবার Services অপশনে গিয়ে For Employees-এ ক্লিক করুন।
এরপর Member UAN/ Online Service (OCS/OTCP) এই ক্লিক করুন।
এবার UAN পোর্টালে যেতে হবে। আপনার রেজিস্টার করা মোবাইল নম্বর ও পিএফ সদস্য আইডি দিন।
তারপর Get Authorization PIN-এ ক্লিক করে রেজিস্টার করা নম্বরে OTP আসবে। এবার ওটিপি লিখে Validate OTP তে ক্লিক করলেই আপনার ১২ নম্বরের UAN ভেসে উঠবে স্ক্রিনে।
একাধিক UAN নম্বর হয়?
অনেক সময় বিভিন্ন কর্মচারীদের একাধিক UAN নম্বর থেকে যায়। কিংবা কোনও কর্মচারী সংস্থা পরিবর্তন করলে আগের কোম্পানির UAN না দিলেও একের বেশি UAN নম্বর তৈরি হয়ে যেতে পারে। কখনও আবার একটা সংস্থা ছেড়ে অন্য সংস্থায় কাজ, ঘন ঘন চাকরি বদল এসবের মধ্যে প্রভিডেন্ট ফান্ডের টাকা ট্রান্সফার সম্ভব হয় না। এক্ষেত্রে অনলাইনেই একাধিক UAN - নম্বরকে একত্রিত করা সম্ভব।
কীভাবে একত্রিত করা যাবে?
প্রথমে Member Sewa পোর্টালে যেতে হবে। তারপর online service- এর অধীনে One Member-One EPF Account অপশনে ক্লিক করলেই স্ক্রিনে ভেসে আসবে আপনার ব্যক্তিগত তথ্য।
স্ক্রিনে ভেসে আসা তথ্যে দেখবেন আপনার বর্তমান EPF অ্যাকাউন্টের তথ্য রয়েছে। এবার আপনাকে একটি অপশন সিলেক্ট করতে হবে যে আপনার আগের সংস্থা নাকি বর্তমান সংস্থা কোথায় আপনি ট্রান্সফার করতে চান।
এবার আপনার পুরানো অ্যাকাউন্ট স্থানান্তর করতে আপনাকে আগের সংস্থা কিংবা বর্তমান সংস্থা থেকে যাচাই করিয়ে অ্যাটেস্টেট করাতে হবে।
এরপর Get OTP-তে ক্লিক করলে রেজিস্টার্ড মোবাইলে OTP আসলে সেটি সাবমিট করলেই আপনার UAN-গুলি একত্রিত হয়ে যাবে।
আবেদন করার ১০ দিন পর আপনার নতুন সংস্থার কাছে এই প্রভিডেন্ট ফান্ড ট্রান্সফারের আবেদনের একটি সেলফ অ্যাটেস্টেড কপি জমা দিন। কখনও ট্রান্সফার হতে ৩০-৪৫ দিন পর্যন্ত সময় লাগে।
UAN-এর সুবিধা কী?
PF অ্যাকাউন্টে ক্রেডিট এবং ডেবিট চেক করার জন্য UAN অপরিহার্য।
UAN এর মাধ্যমে চাকুরিজীবীরা করে PF অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে কিংবা ট্রান্সফার করতে পারবেন।
UAN নম্বরের মাধ্যমে PF অ্যাকাউন্ট অনলাইনে সহজেই অ্যাক্সেস করা সম্ভব।
UAN নম্বরের থাকলে পোর্টাল থেকে লগইন করে সহজেই PF অ্যাকাউন্টে মাসে কত টাকা জমা পড়ল, মোট কত টাকা জমল তা সহজেই ট্র্যাক করতে পারেন কর্মীরা।
কীভাবে UAN কার্ড ডাউনলোড করবেন?
১২ ডিজিটের UAN নম্বর মনে রাখা সম্ভব নয়। অনেকেই নম্বর ভুলে যান। সেক্ষেত্রে আপনি সহজেই
UAN কার্ড ডাউনলোড করতে পারেন।
প্রথমে আপনার UAN এবং পাসওয়ার্ড দিয়ে EPFO পোর্টালে লগ ইন করে পোর্টালের 'ভিউ' মেনু ক্লিক করুন।
পিডিএফ ফরম্যাটে আপনার কার্ড ডাউনলোড করতে 'UAN কার্ড'-এ ক্লিক করুন।
কার্ডটি ডাউনলোড হলে আপনি প্রিন্ট আউট করে রাখতে পারেন, বা ভবিষ্যতের প্রয়োজনে সফট কপি মোবাইলে সেভ করে রাখতে পারেন।