নতুন বছরে আসছে নতুন নিয়ম। যা বদলে দিতে পারে আপনার জীবনকেও। একনজরে জেনে নেওয়া যাক নিউ ইয়ারের নিউ রুলগুলি সম্পর্কে।
LPG-র দাম
নতুন বছরের শুরুতেই পরিবর্তন হল এলপিজির দামে। জানুয়ারি মাসের প্রথম দিনেই বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমল ১৬ টাকা। তবে, গৃহস্থের বাড়িতে ব্যবহৃত ১৪.২ কেজির সিলিন্ডারের দামে পরিবর্তন আসেনি।
গাড়ির দাম
নতুন বছরে গাড়ি কিনতে হলে খরচ করতে হবে বেশি টাকা। মারুতি সুজুকি, হুন্ডাই, মাহিন্দ্রা, হন্ডার পাশাপাশি মার্সিটিজ, অডি, বিএমডব্লি-র মতো লাক্সারি কারের দাম বাড়তে চলেছে।
প্রাইমের নতুন নিয়ম
অ্যামাজন প্রাইমের সাবস্ক্রিপশনে পরিবর্তন আসছে। অ্যামাজন প্রাইমের একটি অ্যাকাউন্ট থেকে শুধুমাত্র দুটি ডিভাইসেই স্ট্রিম করা যাবে। আগে পাঁচটি ডিভাইসে স্ট্রিমিং করা যেত।
পেনশন তোলার নিয়ম
নতুন বছর থেকে আরও সহজ হবে পেনশন তোলা। এবার থেকে দেশের যে কোনও ব্যাঙ্ক থেকেই পেনশন তোলা যাবে। এমনকি কোনও ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে না।
ফিক্সড ডিপোজিটে বদল
নতুন বছরে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন এসেছে। বাড়ানো হয়েছে সিনিয়র সিটিজেনদের সুদের পরিমাণ।
কৃষক ঋণ
নতুন বছরে পরিবর্তন এসেছে কৃষক ঋণের ক্ষেত্রেও। এবার থেকে কৃষকরা RBI-এর গ্যারেন্টি ছাড়াই ২ লক্ষ টাকা ঋণ পাবেন। এতদিন ১ লক্ষ ৬০ হাজার টাকা পাওয়া যেত।
বন্ধ হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট
নতুন বছর থেকে নতুন নিয়ম আনতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক। বন্ধ হয়ে যেতে পারে দীর্ঘদিন ব্যবহৃত না হওয়া অ্যাকাউন্ট। অকেজো হতে পারে জিরো ব্যালন্সের ব্যাঙ্ক অ্যাকাউন্ট।
GST-নিয়মে বদল
২০২৫ সালে ITR ফাইলের ক্ষেত্রেও বদল আসছে। জানা গিয়েছে ই-ওয়ে বিলের সময়সীমা এবং GST পোর্টালের নিরাপত্তা সংক্রান্ত পরিবর্তন হবে।
টিডিএস-র হার কমল
পেমেন্টের ওপর টিডিএস-র হার কমল। নতুন বছর থেকে ৫ শতাংশ থেকে কমিয়ে TDS-এর পরিমাণ ২ শতাংশ করা হয়েছে।