সরকারি এবং বেসরকারি সংস্থায় যাঁরা চাকরি করেন তাঁদের জন্য বেতনটাই সম্বল। প্রতিমাসে প্রাপ্ত বেতনের কিছু অংশ সঞ্চয় করে রাখেন প্রত্যেকেই। যাতে অবসরের পর বাকি জীবনটা অর্থনৈতিকভাবে স্বচ্ছন্দে কাটানো যায়।
অবসরের পর প্রতিটি চাকুরীজীবীদের ক্ষেত্রে বেতন বন্ধ হয়ে যায়। পরিবর্তে সরকারি কর্মচারীরা পেনশন পান। কিন্তু বর্তমানে অনেক সরকারি সংস্থাই পেনশন বন্ধ করার পথে হাঁটছে। আর বেসরকারি কোনও সংস্থাই পেনশন দেয় না। তাহলে কী করণীয়? অবসরের পর অর্থ প্রাপ্তির সবথেকে ভালো উপায় NPS।
NPS কী?
এটি কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প। পুরো কথা National Pension Scheme। ২০০৪ সালে ১ জানুয়ারি এই প্রজেক্ট শুরু হয়েছিল।
কারা NPS-এর সুবিধা পাবেন?
যে কেউ NPS অ্য়াকাউন্ট খুলতে পারেন। সংগঠিত এবং অসংগঠিত ক্ষেত্রের সকলের জন্য এই সুবিধা চালু রেখেছে কেন্দ্র। অন্যদিকে ব্যাঙ্ক সহ একাধিক পাবলিক সেক্টরেও চালু রয়েছে NPS।
কীভাবে সুবিধা পাওয়া যাবে?
এই স্কিমের মাধ্যমে প্রতিমাসে অল্প অল্প করে টাকা জমাতে হবে বিনিয়োগকারীদের। তারপর ৬০ বছরের পর অর্থাৎ অবসরের পর সেই টাকা ফেরত পাবেন উপভোক্তারা।
কীভাবে টাকা তোলা সম্ভব?
অবসর গ্রহণ না করা পর্যন্ত NPS এর টাকা তোলা সম্ভব নয়। অর্থাৎ এর লক-ইন পিরিয়ড ৬০ বছর। কিন্তু ৬০ বছর হলেই যে জমানো অর্থ সুদ সহ ফেরত পাবেন এমনটা নয়। জমানো টাকার ৪০ শতাংশ এককালীন তুলে নিতে পারেন বিনিয়োগকারীরা। এবং বাকি ৬০ শতাংশ অর্থ সুদ সহ প্রতিমাসে পেনশন হিসেবে পাবেন।
বিশেষজ্ঞদের ধারণা, বর্তমানে সূচকের অভিমুখ যেদিকে সেই হিসেবে অন্তত ১২ শতাংশ হিসেবে রিটার্ন পাওয়া সম্ভব। যার ফলে ফিক্সড ডিপোজিট এবং রেকারিং ডিপোজিট থেকে অনেকটাই বেশি সুদ পাওয়া সম্ভব।
কীভাবে বিনিয়োগ করতে হবে NPS-এ?
প্রথমের দিকে বিভিন্ন ব্যাঙ্ক বা অ্যাসেট ম্যানেজমেন্ট অফিস থেকে NPS-এ বিনিয়োগ করা যেত। কিন্তু বর্তমানে NPS এর নিজস্ব ওয়েবসাইট রয়েছে। সেখান থেকে লগইন করেই NPS-এ বিনিয়োগ করা সম্ভব। সেক্ষেত্রে নিজের নামে অ্যাকাউন্ট তৈরি এবং পার্মানেন্ট রিটায়ারমেন্ট একাউন্ট নম্বর বা PRAN নম্বর তৈরি করা বাঞ্ছনীয়। এবং তারপর ফান্ড সিলেক্ট করতে হবে। নিজের পছন্দ মতো ফান্ড সিলেক্ট করলে তবেই বিনিয়োগ করতে পারবেন বিনিয়োগকারীরা।
কোন কোন ফান্ডে বিনিয়োগ করা সম্ভব?
মাসিক কত টাকা করে পেনশন পাওয়া সম্ভব?
ধরে নেওয়া যাক কোনও যুবক অবসরের পর মাসে ১ লাখ টাকা করে পেনশন পেতে চান। এবং তাঁর বর্তমানে বয়স ২৫ বছর। তাহলে তাঁকে মাসে কত টাকা করে বিনিয়োগ করতে হবে?
NPS ক্যালকুলেটর অনুযায়ী ৩৫ বছর ধরে প্রতিমাসে ওই যুবক ১৪ হাজার টাকা করে সঞ্চয় করলে ওই যুবক অবসরের পর ১ লাখ টাকার সামান্য কিছু বেশি টাকা পেনশন পাবেন। তবে সেক্ষেত্রে নূন্যতম সুদ থাকতে হবে ১০ শতাংশ।
এর সুবিধা কী কী?
শুধু যে অবসরের পর অর্থ প্রাপ্তি এমনটা কিন্তু নয়। NPS এ ট্যাক্স ছাড় রয়েছে। ৮০ সি সি ই ধারায় অনুযায়ী কোনও ব্যক্তি সঞ্চিত অর্থের উপর দেড় লাখ টাকা পর্যন্ত ছাড় পেয়ে থাকেন। কিন্তু NPS এ আরও ৫০ হাজার টাকা অতিরিক্ত ছাড় পাওয়া যায়।