আয়কর রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে মাইলস্টোন তৈরি করল আয়কর দফতর। ২০২৩-২০২৪ অর্থবর্ষের জন্য আয়কর জমা দেওয়ার শেষ দিন ছিল ৩১ ডিসেম্বর ২০২৩। ওই দিন পর্যন্ত ৮.১৮ কোটি আয়কর রিটার্ন ফাইল হয়েছে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে একটি প্রেস রিলিজ প্রকাশ করা হয়েছে। ওই প্রেস রিলিজ অনুযায়ী, ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ৭ কোটি ৫১ লাখ আয়কর রিটার্ন জমা পড়েছিল। সেই সংখ্যাটা এবার ১ কোটিরও বেশি বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি অডিট রিপোর্ট জমা পড়ার হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২৩- ২০২৪ অর্থবর্ষে ১.৬০ কোটি অডিট রিপোর্ট জমা পড়েছে।
গত বছর থেকেই আয়কর জমা দেওয়ার ক্ষেত্রে পোর্টালে একাধিক পরিবর্তন আনা হয়েছিল। e-tax পেমেন্ট প্ল্যাটফর্ম TIN 2.0 পুরোপুরি ভাবে কাজ করতে সমর্থ হয়েছিল। যার ফলে যাঁরা অনলাইনে আয়কর রিটার্ন জমা করেন তাঁদের পুরো কাজটি করতে খুবই সুবিধা হয়েছে। এর পাশাপাশি UPI পেমেন্ট মোডও চালু করা হয়েছে।