সোনার উপর আমদানি শুল্ক বাড়াল কেন্দ্র সরকার। পাশাপাশি রফতানি শুল্ক বেড়েছে পেট্রোল (Petrol), ডিজেলও (Diesel)। বিমান চালানোর তেলের (ATF) উপরেও রফতানি শুল্ক বাড়ানো হয়েছে।
তথ্য বলছে, সোনার আমদানি শুল্ক এতদিন ছিল ৭.৫ শতাংশ। এদিন তা বাড়িয়ে করা হয়েছে ১২.৫ শতাংশ। ফলে সোনার উপর মোট করের পরিমাণ হল ১৫.৭৫ শতাংশ। ৩০ জুন এই নতুন নোটিস জারি করেছে কেন্দ্র সরকার। এর জেরে রথযাত্রার দিনই দেশে সোনার দাম কিছুটা বাড়ল। সরকার জানিয়েছে, দেশে সোনার আমদানিতে লাগাম টানতেই এই সিদ্ধান্ত। অন্যদিকে, পেট্রোলের রফতানি শুল্ক বেড়েছে ৫ টাকা প্রতি লিটার। ডিজেলের রফতানি শুল্ক বেড়েছে ১২ টাকা প্রতি লিটার। বিমানের জ্বালানির উপর রফতানি শুল্ক বেড়েছে ৬ টাকা প্রতি লিটার। তবে এই অতিরিক্ত শুল্ক দিতে হবে না নেপাল এবং ভূটানকে।
আরও পড়ুন- GST Registration: জিএসটি রেজিস্ট্রেশনে নয়া নিয়ম, উপকৃত হবেন অনলাইন খুচরো ব্যবসায়ীরা
দেশের সোনার চাহিদা মূলত আমদানির মাধ্যমেই পূরণ করা হয়ে থাকে। বিশ্বের মধ্যে ভারত সবচেয়ে বেশি সোনা আমদানি করে। এতে বৈদেশিক মুদ্রার কোষাগারে চাপ পড়ছিল। চলতি সপ্তাহে টাকার দামে রেকর্ড পতন হয়েছে। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে তাই এই সিদ্ধান্ত নিল কেন্দ্র।